উত্তরদিনাজপুর

ATM থেকে চুরি হতে পারে আপনারও টাকা, ATM প্রতারণা

বিগত কয়েকদিন থেকেই  উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ এলাকা থেকে একের পর এক এটিএম প্রতারণার অভিযোগ জমা পড়েছিল রায়গঞ্জ থানায়। তারপরেই নড়েচড়ে বসে রায়গঞ্জ থানার পুলিশ। রায়গঞ্জের বিভিন্ন এটিএমের সামনে বসানো হয় সাদা পোশাকের পুলিশ। এর ফলেই মেলে সাফল্য। এটিএম প্রতারণা চক্রের দুইজনকে হাতেনাতে গ্রেফতার করে রায়গঞ্জ থানার পুলিশ।

জানা গেছে, কয়েক দিন থেকে  বেশ কিছু যুবক বিভিন্ন এটিএমের সামনে  টাকা তোলার নাম করে সাধারণ মানুষের সাথে লাইনে দাঁড়িয়ে থাকে । এরপর কোনও ব্যক্তি যদি টাকা তুলতে গিয়ে সমস্যার মুখে পরে  তাহলে তাদেরকে সাহায্য করার জন্য এগিয়ে যায় তারা। সাধারণ মানুষের প্রয়োজন মতন টাকা তুলে দিয়েই নিমিষের মধ্যে তাদের কাছে থাকা অন্য এ টি এম কার্ডটি বদলে নেই তারা। এরপরে সময় মতন ওই এটিএমের সমস্ত টাকা হাতিয়ে নেই ।

 বুধবার শহরের একটি এটিএমের সামনে থেকে সন্দেহ জনক ভাবে দুই এটিএম প্রতারককে গ্রেফতার করে পুলিশ। পুলিশসূত্রে জানা গেছে ধৃত দুইজনের নাম অলিপ মহম্মদ ও আজাদ আলি। এদের বাড়ি হেমতাবাদ থানা এলাকায়। এই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজ চালাচ্ছে পুলিশ। বৃহস্পতিবার  ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে রায়গঞ্জ আদালতে পাঠায় রায়গঞ্জ থানার পুলিশ।